ফ্রন্ট লাইন
আজ বাংলাভিশনে সরাসরি সম্প্রচার হবে 'ফ্রন্ট লাইন'।
সমসাময়িক রাজনীতি ও দেশ-বিদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনামূলক সরাসরি এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন অভিজ্ঞ দুজন আলোচক।
তারা এবারের বিষয়ের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনার পাশাপাশি ফোনে দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন।
সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় 'ফ্রন্ট লাইন' বাংলাভিশনে সরাসরি প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।
মারলিন
এটিএন বাংলায় আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে বাংলায় ডাবিংকৃত শিশুতোষ ধারাবাহিক 'মারলিন'। অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ এ সিরিজের কাহিনীতে দেখা যাবে তরুণ জাদুকর মারলিন এসে পেঁৗছালো ক্যামেট রাজ্যে। এখানে রাজ চিকিৎসক গেইয়াসের সঙ্গে তার থাকার সব ব্যবস্থা করে দিয়েছেন মারলিনের মা। কিছুদিন পরেই মারলিন জানতে পারল যে বর্তমান রাজা, ইউথার পেনড্রাগন, সব ধরনের জাদুকে নিষিদ্ধ ঘোষণা করেছে। একমাত্র টিকে থাকা ড্রাগনকেও রাজা তার রাজ্যে মাটির নিচে অনেক গভীরে বন্দী করে রেখেছে।
ভালোবাসার চতুষ্কোণ
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'ভালোবাসার চতুষ্কোণ'। নাটকটি প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে। শিহাব শাহীনের মূল ভাবনায় নাটকটি যৌথভাবে লিখেছেন- শিহাব শাহীন, মেজবাহ উদ্দিন সুমন ও ইফফাত আরেফিন তন্বি। শিহাব শাহীনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন- অপূর্ব, জাকিয়া বারী মম, শাহরিয়ার শুভ, মৌটুসী, সাজু খাদেম, তানিয়া হোসেন, মৌসুমী হামিদ, নাঈম, মাসুম আজিজ প্রমুখ।