মুহম্মদ মোস্তফা কামাল রাজ তার তৃতীয় ছবি 'তারকাঁটা'র শুটিং শেষ করেছেন। বর্তমানে চলছে সম্পাদনার কাজ। এপ্রিলে সেন্সরে জমা পড়বে। আর মুক্তি মে মাসে। সব মিলিয়ে দ্রুতই এগিয়ে যাচ্ছে আলোচিত এ ছবির কাজ। ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আরেফিন শুভ ও মীম। রোমান্স, অ্যাকশন, ইমোশন এবং ড্রামা- এই চার উপাদান নিয়ে গল্প গড়ে উঠেছে। 'তারকাঁটা'র গানগুলো তৈরি করেছেন আরফিন রুমী। পিং-পং এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ ছবির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন শুকলা বণিক।