নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম নেই রাখি সাওয়ান্তের। এতে বেশ ক্ষেপেছেন বলিউডের মির্চি গার্ল। রীতিমতো হইহই কাণ্ড বাধিয়ে দিলেন। নিজের নারী সঙ্গীদের সোজা চলে গেলেন নির্বাচন অফিসে। আর সেখানেই তুমুল ঝামেলার মধ্যে দিয়ে আজকের বৃহস্পতিবার সকালটা শুরু করলেন রাখি।
রাখি জানিয়েছেন, বহু বছর ধরে এই এলাকায় আছি। আমাকে সকলেই চেনেন। আমার মা, ভাইয়ের নাম রয়েছে। কিন্তু তালিকায় আমার নাম নেই। এমনকি এই সমস্যার জন্য ফর্ম চাইলে অফিস জানায় তাদের কাছে কোনও ফর্ম নেই।
তবে রাখি শুধু নিজের সমস্যা নিয়েই ঝামেলা করেন না। এলাকার অন্যদের ভোটার কার্ডের সমস্যা নিয়ে কথাও বলতে ছাড়েন না তিনি। রাখি জানান, সব দল শুধু বলে যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিন। বেরিয়ে তো এলাম। এতো সমস্যা নিয়ে ভোট দেব কি করে?
কিছুদিন আগেই মিডিয়াকে রাখি জানিয়েছিলেন বিজেপির হয়ে অরবিন্দ কেজরিওয়ালের বিপরীতে দাঁড়াতে চান তিনি। কিন্তু রসিকতা মনে করে রাখির কথা ফুঁ দিয়ে উড়িয়ে দেন নেতারা। ভোটার তালিকায় নিজের নাম না থাকায় রাখি যেভাবে প্রতিবাদ করেছেন, তা দেখে নেতা রাখিকেই নাকি মিস করছেন তার এলাকার বাসিন্দারা।