আজ শুরু হচ্ছে ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব
সাংস্কৃতিক সংগঠন কণ্ঠশীলনের আয়োজনে আজ শুরু হচ্ছে 'সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর' শীর্ষক দুইদিনব্যাপী 'ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব'।
সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষে আজ সকাল ১০টায় কেন্দ্রী গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করবেন কথাসাহিতিক শওকত আলী।
অনুষ্ঠানে অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। উদ্বোধনী পর্বের সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরী। এই আয়োজনের স্মারক বক্তৃতা, স্মৃতিচারণ, গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় অংশ নেবেন দেশের প্রথিতযশা শিল্পীরা।
অলিয়ঁস ফ্রঁসেসে বিপদ ভঞ্জন সেন কর্মকারের প্রদর্শনী
অলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারীতে আজ শুরু হচ্ছে চিত্রশিল্পী বিপদ ভঞ্জন সেন কর্মকার 'প্রাকৃতিক বর্ণবিন্যাস' শীর্ষক ৩য় একক চিত্র প্রদর্শনী। বিকেল ৫টায় এই প্রদর্শনীর উদ্বোধন করবেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ মহিউদ্দিন খান আলমগীর এবং চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী। বিশিষ্ট অতিথিদের স্বাগত জানাবেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক অলিভিয়ে লিতভিন।
৫২টি শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।
আজ থেকে ঢাকা ড্রামার ৩৭ বছর পূর্তি নাট্য উৎসব
নাটকের দল ঢাকা ড্রামার ৩৭ বছর পূর্তি উপলক্ষে আজ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে শুরু হচ্ছে চার দিনব্যাপী নাট্য উৎসব।
চার দিনব্যাপী এই উৎসবে আয়োজক সংগঠন ঢাকা ড্রামাসহ আরও অংশগ্রহণ করছে আরণ্যক, সুবচন ও সময়।
আজ বিকালে এই উৎসবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী সন্ধ্যায় আজ মঞ্চস্থ হবে আয়োজক সংগঠন ঢাকা ড্রামার 'ছায়াবৃক্ষ'। এ ছাড়া দ্বিতীয় দিন আগামীকাল সন্ধ্যায় মঞ্চস্থ হবে সুবচন নাট্যদলের 'মহাজনের নাও', তৃতীয় দিন রবিবার মঞ্চস্থ হবে আরণ্যকের 'কবর' ও শেষদিন ১৭ মার্চ সন্ধ্যায় মঞ্চস্থ হবে সময়ের 'শেষ সংলাপ'।
শিল্পকলা একাডেমির গণহত্যাভিত্তিক প্রযোজনা 'যুদ্ধপুরাণ'
শিল্পকলা একাডেমির প্রযোজনায় ১৯ মার্চ মিরপুর জল্লাদখানায় শুরু হচ্ছে গণহত্যাভিত্তিক প্রযোজনার নাটক 'যুদ্ধপুরাণ'র তিন দিনব্যাপী মঞ্চায়ন। নাটকটির প্রতিটি পাঁচটি প্রদর্শনী মঞ্চস্থ হবে। নাটকটির প্রযোজনা উপদেষ্টা হিসেবে রয়েছেন লিয়াকত আলী লাকী।
১৭ মার্চ আরণ্যকের 'স্বপ্ন পথিক'
আগামী ১৭ মার্চ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের নাটক 'স্বপ্ন পথিক'। নির্দেশনায় রয়েছেন মামুনুর রশীদ।
বেঙ্গল শিল্পালয়ে চলছে শহিদ কবিরের একক প্রদর্শনী
বেঙ্গল শিল্পালয়ে চলছে সত্তর দশকের শিল্পী শহিদ কবিরের 'তোমার পরে ঠেকাই মাথা' শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। ৫৩ টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে তিন সপ্তাহের এই প্রদর্শনী। আগামী ১ এপ্রিল শেষ হবে। গত ১২ মার্চ বেঙ্গল শিল্পালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
মুক্তিযুদ্ধ জাদুঘরে 'ওয়ার অ্যান্ড কলোনিজ' প্রদর্শনী
মুক্তিযুদ্ধ জাদুঘর ও আলিয়ঁস ফ্রসেসের যৌথ আয়োজনে প্রথম বিশ্বযুদ্ধের বিরল ছবি নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে চলছে 'ওয়ার অ্যান্ড কলোনিজ' শীর্ষক সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আরপি সাহা ও মাহবুব উল আলমের ছবিসহ প্রদর্শনীতে মোট ৩৫টি আলোকচিত্র স্থান পেয়েছে। আগামী ১৭ মার্চ শেষ হবে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী।
প্রথিতযশা শিল্পীদের নিয়ে শিল্পকলায় চলছে পক্ষকালব্যাপী প্রদর্শনী
শিল্পকলা একাডেমি কর্তৃক সংগৃহীত দেশের প্রথিতযশা শিল্পীদের শিল্পকর্ম নিয়ে শিল্পকলা একাডেমির চিত্রশালায় চলছে পক্ষকালব্যাপী প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪টি কালজয়ী শিল্পকর্মসহ, পটুয়া কামরুল হাসান, শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ, শিল্পী এস এম সুলতান, শিল্পী মো. কিবরিয়া, শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, শিল্পী মুর্তজা বশীরসহ অনেকের চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। এটি শেষ হবে আগামী ২৩ মার্চ।