আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ২০১৪-এর সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে জিটিভি। টুর্নামেন্টের খেলাগুলো বাংলাদেশে সরাসরি সমপ্রচারের জন্য স্টার স্পোর্টসের কাছ থেকে সম্প্রচার স্বত্ব পেয়েছে চ্যানেলটি। ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে এবারের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। ১৬ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের মাঠের খেলা। ২১ মার্চ সুপার টেনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ৬ এপ্রিল বিশ্বকাপ আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেট বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের পাশাপাশি বেস্ট অব আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি, ক্রিকেট তারকাদের বিশেষ সাক্ষাৎকার, প্রতিটি খেলার বিশ্লেষণমূলক টক-শো'সহ বিশ্বকাপকে ঘিরে নানা আয়োজনে সাজানো হচ্ছে জিটিভির অনুষ্ঠান ও সংবাদ।