বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত দুইতলা বাংলো বাড়িটির প্রথম তলায় আগুন লাগে। ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রা বাড়িতে ছিলেন না। তারা বর্তমানে লন্ডনে আছেন। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।