লাইভে মেহরাব-কর্নিয়া
মেহরাব ও কর্নিয়া এবার গাইতে আসছেন আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনসার্ট 'ওয়ালটন মিউজিক স্টেশন'-এ। তারা শ্রোতাদের পছন্দসহ নিজের পছন্দেরও গান করবেন। এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে তারা দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন। শোনাবেন দর্শকদের পছন্দের গান। কথা বলবেন বাংলাদেশে সংগীতের নানা বিষয় নিয়ে। 'ওয়ালটন স্টুডিও কনসার্ট' দেখবেন আজ রাত ১২টা ৫ মিনিটে আরটিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল, উপস্থাপিকা রিন্তি ও প্রযোজনা করেছেন সফিক পাহাড়ী।
ম্যাজিক বাউলিয়ানা
প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে লোকসংগীত নিয়ে রিয়েলিটি শো 'ম্যাজিক বাউলিয়ানা'। বর্তমানে সিলেকশন রাউন্ড চলছে। এ রাউন্ডে বিচারক হিসেবে থাকছেন নাশিদ কামাল, মিল্টন খন্দকার ও আবু বকর সিদ্দিক। পরিচালনা করছেন হাসান আবিদুর রেজা জুয়েল ও আউয়াল রেজা।
ফোনো লাইভ স্টুডিও কনসার্ট
দোল পূর্ণিমার লালন উৎসব স্মরণ করে আজ একুশের ফোনো লাইভ স্টুডিও কনসার্টে সংগীত পরিবেশন করবেন বিমল সাধু ও গোলাপী। সংগীতায়োজনের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন তারা। এবারই প্রথম একুশে টেলিভিশনের অতিথি উপস্থাপক হিসেবে থাকবেন অরূপ রাহী। এ সম্পর্কে অরূপ রাহী জানান, 'লালনের তত্ত্বগত বাণী সহজভাবে বিশ্লেষণ এবং লালনের জীবনাদর্শকে সঠিকভাবে উপস্থাপনের জন্য বহুদিন ধরে কাজ করে যাচ্ছি।'
অপেক্ষা
দারিদ্র্যের কষাঘাতে জীবনযুদ্ধে জর্জরিত এক বিধবা নারী। নাম তার আলেয়া। নিজের সবটুকু দিয়ে ছেলেকে বড় করার স্বপ্ন। আর সে স্বপ্ন বাস্তবায়ন করতে গ্রামের চেয়ারম্যানের কাছে জমিজমা বন্ধক রেখে ছেলেকে উচ্চ শিক্ষিত করে গড়ে তোলেন। ছেলেটিও উচ্চ শিক্ষালাভের পর ভালো চাকরি পেয়ে যান। গ্রামজুড়ে ছেলের প্রশংসায় পঞ্চমুখ থাকে আলেয়া। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন তার। এই গল্পের নাটক 'অপেক্ষা' প্রচার হবে আজ রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলার পর্দায়।
নাটকটি পরিচালনা করেছেন আবদুস শহীদ মিঠু ও দেওয়ান তাইশ।