চারদিকে টি-২০ বিশ্বকাপ নিয়ে চলছে নানা আয়োজন। গতকাল হয়ে গেছে এ আর রহমান ও একনের সংগীত আসর। এবার শুরু হবে খেলার আসর। এতে নানাভাবে যুক্ত হচ্ছেন শোবিজ তারকারাও। পুরো টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে থাকবেন আর জে নিরব, অভিনেতা মিশু সাব্বির ও নাঈম এবং আর জে সায়েম। ম্যাচের সময় এরা দর্শক এবং ক্রিকেটারদের মন্তব্য নেবেন। তা সরাসরি সম্প্রচার হবে। নিরব ও নাঈম চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোতে থাকবেন। আর সায়েম ও মিশু থাকছেন সিলেট। এদিকে ঢাকায় থাকবেন অভিনেতা-মডেল মনির খান শিমুল ও নির্মাতা তানভীর হোসেন প্রবাল।