দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে কাজ করতে যাচ্ছেন হৃদয় খান। ভারতের মুম্বাইয়ের একটি স্টুডিওতে তিনি দুটি গানে কণ্ঠ দেবেন। এগুলোতে তার সঙ্গে গাইবেন 'আশিকি টু' ছবির গায়িকা পলক মুচ্ছাল ও 'কৃষ থ্রি' ছবির গায়ক জুবিন গর্গ। এরই মধ্যে একটি গানের রেকর্ডিং হয়েছে। মুম্বাই থেকে ফেসবুকে হৃদয় বলেন, 'ঢাকার নতুন একটি ছবির জন্য গান দুটি তৈরি হচ্ছে। ফিরে এসে ছবির নাম জানাব। এখানে কাজ শেষে ভারতের কয়েকটি স্থান ঘুরে দেশে ফিরব।' এদিকে গত ভালোবাসা দিবসে হৃদয় তার নতুন একক অ্যালবাম 'ভালো লাগে না' প্রকাশ করেন। এগুলো মুঠোফোন প্রতিষ্ঠান রবি মিউজিক স্টেশনে শোনা যাচ্ছে। চলতি মাসেই এটি সিডি আকারে প্রকাশ হতে পারে।