নবাগতা মিরা চোপড়াকে বলিউডে ক্যারিয়ার গঠনে সাহায্য করছেন তার কাজিন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। মিরা বেশ কিছু দক্ষিণী সিনেমায় কাজ করেছেন। বলিউডেও তিনি তার ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলেন। জানা যায়, বলিউডে চোপড়া পরিবারের আরেক অভিনেত্রী ও কাজিন পরিনীতির সঙ্গে মিরার সম্পর্ক খুব একটা মধুর না হওয়ায় বলিউডে পা ফেলতে পারেননি তিনি। এর আগে এক বিবৃতিতে পরিনীতি জানিয়েছিলেন, মিরা তাদের পরিবারের কেউ নন। দুঃসম্পর্কের আত্মীয় মাত্র। তবে পরিনীতির ওই তথ্যকে বানোয়াট বলে দাবি করেছিলেন মিরা। এদিকে প্রিয়াংকা যে মিরাকে সহযোগিতা করছেন এ বিষয়টিও ভালো চোখে দেখছেন না পরিনীতি।