সিনেমায় অভিনয় করতে গিয়ে হোলি খেলেছেন অনেকবার। তবে বাস্তবের সেই খেলাটা তার কাছে যেন বেশি আনন্দের। তাইতো শ্যুটিংয়ের তুমুল ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে স্বপরিবারে নিজের বাড়ির ছাদে হোলি খেলায় মাতলেন টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই খেলায় তার সঙ্গে ছিলেন পরিচালক শিবপ্রাসদ মুখোপাধ্যায়, অরুণিমা ঘোষও।
ঋতুপর্ণা জানালেন, শ্যুটিংয়ের থেকে একটু অবসর নিয়ে পরিবারের সঙ্গে রংখেলা। এর থেকে বড় পাওনা আর কি? আমিও খুশি, আমার পরিবারও খুশি।
দোলের রঙের মাঝে সঙ্গে আসন্ন লোকসভা ভোটের রং নিয়ে ঋতুপর্ণা জানালেন, রাজনীতি সম্পর্কে জ্ঞান খুব সীমিত। সবাই ভালো থাকুক, সমতা নিয়ে থাকুক। এটাই চাই আমি।