বেবি ডল সানি লিওনের পর এবার বলিউডে পা রাখতে চলেছেন আরও এক ডিনামাইট। পুরো নাম শান্তি ডিনামাইট।
অবশ্য ট্যুইটারে তিনি নিজের পরিচয় দিয়েছেন সোফিয়া ডিনামাইট নামে।
ব্রিটিশ অ্যাডাল্ট স্টার সোফিয়া ভাসিলেয়াডোউ ইউকে টেলিভিশনে অ্যাডাল্ট চ্যাট শো করেছেন। খুব শিগগিরই বলিউডে পা রাখছেন এই তিনি। এমন গুঞ্জন ভেসে বেরাচ্ছে সবখানে। বলিউডও নাকি শান্তি ডিনামাইটের আঁচ পোহাতে তৈরি।