১৫ মার্চ হয়ে গেল বাংলাদেশ প্রতিদিনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। সফলতার সঙ্গে পঞ্চম বছরে পা রেখেছে দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকাটি। বেশ ঘটা করে আয়োজন করা হয় আনন্দ উৎসবের। এতে যোগ দেন শোবিজ অঙ্গনের তারকারা। সংগীত, নাটক, নৃত্য ও চলচ্চিত্রের তারকারা শুভেচ্ছা জানাতে আসেন। দিনব্যাপী শিল্পীরা গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন। সিনিয়র-জুনিয়র শিল্পীরা গান গেয়েছেন। গান গেয়েছেন সেলিম চৌধুরী, এসডি রুবেল, প্রীতম, সহেলি সুইটি, শহীদ, আরেফিন রুমি, কাজী শুভ, বিউটি, ইমরান, পুলক, রাফাত, লেমিস ও পূজা। আনন্দ অনুষ্ঠানে যোগ দেন সিবলী মাহমুদ, শামীম আরা নিপা, ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, তিশা, ফারুকী, শাওন, এসআই টুটুল, মেহজাবিন, চয়নিকা চৌধুরী, আমিন খান, ইমন, জায়েদ খান, আমান, জান্নাতুল ফেরদৌস পিয়া, অমৃতা, নিরবসহ অনেকে।