সুভাষ ঘাইয়ের ম্যাজিকাল এম ফ্যাক্টরের তালিকায় নতুন সংযোজন কাঞ্চি-র হিরোইন মিষ্টি। এই এম ফ্যাক্টরের ম্যাজিকের কারনে সুভাষ ঘাইয়ের দয়াবান, সওদাগর, হিরো, পরদেশ সবগুলো ছবি সুপারহিটের জায়গা দখল করেছিলো। মাধুরী, মীনাক্ষি, মনীষা, মাহিমা চার অভিনেত্রীই সুভাষের লাকি ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছিলেন। আর সেই লাকি ফ্যাক্টরের পরিক্রমায় শুরু মিষ্টির পথচলা।
কেরিয়ারের শুরুতে দয়াবানের মতো হিট ছবি দিয়ে বলিউডে শক্ত মাটি পেয়েছিলেন মাধুরী দীক্ষিত। সওদাগরে অভিনয়ের পর থেকে ছবির প্রস্তাবে ভরে গিয়েছিল মনীষা কৈরালার ঝুলি। নিজের এম ফ্যাক্টরের জন্য অভিনেত্রীদের নামও বদলে দিয়েছেন সুভাষ। শশীকলা শেষাদ্রিকে মীনাক্ষি নাম দিয়ে বিখ্যাত করেছিলেন সুভাষ। ঋতু চৌধুরিকে মাহিমা নামে বলিউডে আত্মপ্রকাশ করিয়েছিলেন তিনি। পরদেশের সাফল্য কারও অজানা নয়। এমনকী, সুভাষ ঘাইয়ের প্রযোজনা সংস্থার নামও মুক্তা আর্টস।
অনেক অডিশনের পর খুঁজে পেয়েছেন আগামী ছবি কাঞ্চির অভিনেত্রী ইন্দ্রানী চক্রবর্তীকে। ম্যাজিকের আশায় তাঁর নামও বদলে করেছেন মিষ্টি। ম-এ মাধুরী, ম-এ মিষ্টি, আরও একবার সুভাষের এম ম্যাজিকের আশায় বলিউড।