বলিউডে পা দেওয়ার পর থেকেই আলোচনার শীর্ষে রয়েছেন সানি লিওন। ২০১১ সালে প্রাচ্যের রূপালি জগতে নাম লেখান ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান এই পর্নোতারকা। ইতোমধ্যে বেশ কয়েকটি ছবিতে শরীরী উত্তাপ ছড়িয়েছেন তিনি। মাতিয়েছেন গোটা ভারতবর্ষ।
বড় পর্দার পর এবার তার ঝলকানি দেখা যাবে ছোটপর্দায়। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সনি টিভির জনপ্রিয় সিরিয়াল 'সিআইডি'-তে দেখা যাবে সানিকে। তাকে ঘিরেই তৈরি হয়েছে সিআইডির পরবর্তী পর্বটি। যা প্রচারিত হবে আগামী ২১ মার্চ। মূলত: তার অভিনীত একটি ছবির প্রোমোশনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এবারের পর্বটি।
এই ঘটনা শোনার পরপরই নড়েচড়ে উঠেছেন চলচ্চিত্র বোদ্ধারা। সমালোচনার তীরে ক্ষত-বিক্ষত করছেন সনি কর্তৃপক্ষকে। তাদের অভিযোগ, এ ধরনের একজন পর্নোতারকাকে ছোট পর্দায় সুযোগ করে দিলে নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল। এমনকি বেশ ঘটা করেই পরবর্তী পর্বের ট্রেইলার দেখানো হচ্ছে টিভিতে। অনেকটা ঢাকঢোল পিটিয়েই এই পর্নোতারকাকে সুযোগ করে দেয়া হচ্ছে।