সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনের আত্মজীবনীতে উঠে আসতে পারে ব্র্যাড পিটের অতীতের কোনো বেফাঁস তথ্য, এমনটাই আশঙ্কা পিটের বাগদত্তা অ্যাঞ্জেলিনা জোলির।
ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন ভক্তদের সামনে তুলে ধরার জন্য এবার আত্দজীবনী লিখবেন অ্যানিস্টন। তবে অ্যানিস্টনের এই বই প্রকাশের খবর জানার পর চিন্তিত হয়ে পড়েছেন জোলি।
অভিনেতা ব্র্যাড পিটের সাবেক স্ত্রী অ্যানিস্টনের সঙ্গে বেশ কয়েক বছর ধরে শীতল সম্পর্ক বজায় রেখেছেন পিটের বর্তমান বাগদত্তা জোলি। যে কারণে অ্যানিস্টনের আত্দজীবনীতে হয়তো পিটের সঙ্গে ঘটে যাওয়া অনেক ব্যক্তিগত ঘটনাও উঠে আসতে পারে বলে আশঙ্কা তার।