সেতু আরিফের রচনা ও পরিচালনায় একক নাটক 'দূরবীন দূরত্ব সময়'। এ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, অপর্ণা ও অর্ষা। এ প্রসঙ্গে আজাদ আবুল কালাম বলেন, 'নিঃসন্দেহে অনেক ভালো লেগেছে। কারণ সেতু আরিফের নির্দেশনায় এর আগেও আমি কাজ করেছি। বেশ যত্ন নিয়ে তিনি কাজ করার চেষ্টা করেন। তাছাড়া অপর্ণা এবং অর্ষার সঙ্গেও নতুন নাটকটির কাজ ছিল বেশ উপভোগ্য।' অর্ষা বলেন, 'কো-আর্টিস্ট ভালো হলে কাজে যেমন মনোযোগ দেওয়া যায় ঠিক তেমনি কাজের আউটপুটও অনেক ভালো হয়। পরিচালকের সঙ্গে এটা আমার প্রথম কাজ হলেও অনেক যত্ন নিয়েই তিনি কাজটি করেছেন। দর্শকের ভালো লাগবে নাটকটি।' এদিকে অপর্ণা এই মুহূর্তে ব্যাংককে আছেন রায়হান খানের পরিচালনায় ধারাবাহিক নাটক 'ফেস'-এর শুটিংয়ে। আগামী বৃহস্পতিবার তিনি শুটিং শেষে ঢাকায় ফিরবেন। আজাদ আবুল কালাম অভিনীত নিয়াজ মাহবুব পরিচালিত নতুন ধারাবাহিক নাটক 'কালো মখমল' খুব শীঘ্রই বাংলাভিশনে প্রচার হবে।