এই বৈশাখেই প্রকাশিত হয়েছে কথাবন্ধু টুটুলের প্রথম একক অ্যালবাম 'তোকে পাওয়ার সম্ভাবনা'। সজীব দাসের সুর ও সংগীতায়োজনে তোকে পাওয়ার সম্ভাবনা অ্যালবামটিতে রয়েছে মোট ৯টি গান। আধুনিক, ফোক, ফিউশন এবং সমসাময়িক ধারার চমৎকার মিশ্রণ ঘটানো হয়েছে অ্যালবামটিতে। অ্যালবামটি প্রকাশের কিছুদিনের মধ্যেই শ্রোতাপ্রিয়তার শীর্ষে ওঠে এসেছে। অ্যালবামটির গীতিকারদের তালিকায়ও আছে বৈচিত্র্য। তাদের মধ্যে অন্যতম হলেন- সুহৃদ সুফিয়ান, রাইসুল ইসলাম চৌধুরী, আশিক বন্ধু, আমিরুল মোমেনীন মানিক, আর আই রুবেল, স্নেহাশিষ ঘোষ, মাহবুবুর রহমান সজীব ও মাসুদ। একক গানের পাশাপাশি অ্যালবামটিতে রয়েছে তিনটি ডুয়েট গান। গানগুলোতে টুটুলের সঙ্গে গেয়েছেন কোনাল, কণিকা এবং শশী। টুটুল বলেন, অল্প সময়ে এত ফিডব্যাক পাব তা কখনো কল্পনাও করতে পারিনি। আগামীতে আরও ভালো গান করার ইচ্ছা আছে।