কিছুদিন রেদওয়ান রনি নিজের দ্বিতীয় চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন। চলচ্চিত্রের নাম 'মরীচিকা'। ঘোষণার পর থেকেই সবার মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়- চলচ্চিত্রের অভিনয়শিল্পী কারা! বেশ কয়েকটি সূত্রে জানা গিয়েছিল, চলচ্চিত্রটিতে অভিনয় করতে যাচ্ছেন তুমুল জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান এবং কথার ফুলঝুরি নুসরাত ফারিয়া। কিন্তু খবরটির নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না। নির্মাতা-প্রযোজকরা চমক তৈরি করার জন্য মুখে কুলুপ এঁটে ছিলেন। কথায় আছে_ যা কিছু রটে তার কিছু না কিছু বটে। কিন্তু এ ছবির ক্ষেত্রে পুরোটাই 'বটে'। অর্থাৎ তাহসান-নুসরাতই ছবিতে অভিনয় করছেন। গতকাল তাদের সঙ্গে চুক্তি হয়েছে।
রেদওয়ান রনি আগেই জানিয়েছিলেন তার চলচ্চিত্র একটি সত্যিকারের প্রেমের গল্প নিয়ে নির্মাণ করছেন। থাকবে দুটি জুটি। একটি জুটি নির্ধারণ হয়ে গেল। এখন অপেক্ষা দ্বিতীয় জুটির। জানা গেছে, দ্বিতীয় জুটি নির্বাচনেও রয়েছে চমক। শীঘ্রই তা জানানো হবে। এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান পিং-পং এন্টারটেইনমেন্টের কর্ণধার শুল্কা বণিক বলেন, 'আমরা জনপ্রিয় শিল্পীর সঙ্গে নতুন মুখ চলচ্চিত্রে উপহার দিতে চাই। আমার বিশ্বাস, তাহসানের সঙ্গে নুসরাতের চলচ্চিত্রে অভিষেক মরীচিকায় এক নতুন মাত্রা যোগ করবে'।
পরিচালক রেদওয়ান রনি বলেন, 'তাহসান তো সেই লেভেলের হিট! বিশেষ করে মেয়েদের কাছে হা হা হা... তার অভিনয়ও দারুণ! সঙ্গে স্মার্ট গার্ল নুসরাত ফারিয়া! আশা করছি নতুন স্বাদ উপভোগ করবেন দর্শক।' নিজের লেখা গল্প থেকে চিত্রনাট্য তৈরি করেছেন রেদওয়ান রনি নিজেই। 'মরীচিকা' ছবির দৃশ্য ধারণ শুরু হবে আগস্টের মাঝামাঝি সময়ে।