বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে নির্মিত হয়েছে বিশেষ নাটক 'রবীন্দ্রনাথের খোঁজে'। নাটকটিতে অভিনয় করেছেন সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, রহমত আলী, মিতা চৌধুরী দিলু প্রমুখ। বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নাটকটি প্রচার হবে আগামীকাল রাত ৯টা ৫ মিনিটে। এটি রচনা ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। গল্পে দেখা যাবে- নাবিলার বয়স ২৬/২৭। ঘরে আছে বাবা-মা এবং বৃদ্ধ দাদা। সবাই খুব চিন্তিত। কারণ নাবিলার বিয়ের জন্য পছন্দ মতো পাত্র পাওয়া যাচ্ছে না। কারণ, নাবিলা পাত্র হিসেবে চায় রবীন্দ্রনাথকে। কোথায় রবীন্দ্রনাথ? কোথাও রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যায় না। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। জমে ওঠে গল্প।