সম্প্রতি ঢাকার একটি হোটেলে বাংলাদেশে লাক্স পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করা হয়। এ অনুষ্ঠানেই 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪'র শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে এ বছরের আয়োজন সম্পর্কে বক্তব্য রাখেন চ্যানেল আই-এর ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রেজা সাগর এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আক্তার। এই বছরে রেজিস্ট্রেশন করা যাবেwww.luxstarsandbeauty.com অথবাwww.facebook.com/LuxBangladesh-এ। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০৯-৬৬৬-৯৯৯-৬৬৬ নম্বরে।