প্রথমে গোপনে বিয়ে, এরপর গোপনেই হানিমুন। কোথায় আছেন, কী করছেন রানী-আদিত্য তা কাউকে টেরও পেতে দিলেন না এই নবদম্পতি। এমনকি দেশে ফেরার প্ল্যানিংটাও সেরে ফেললেন চুপি চুপি। চমকে দিলেন পাপারাৎজিসহ পুরো বলিউডকে।
চমক ছিল বিবাহিত রানী মুখার্জি মুম্বাই এন্ট্রিতে। একা একা ইতালি থেকে উড়ে আসা প্ল্যানের ভেতর থেকে নেমে এলেন রানী। বহু অপেক্ষার পরও দেখা মিলল না আদিত্য চোপড়ার। লাল জ্যাকেট, ব্লু জিনস পরে বিন্দাস কায়দায় এয়ায়পোর্ট থেকে চুপচাপ বেরিয়ে এলেন রানী। এমনকি ক্যামেরার সামনেও একাই এসে দাঁড়ালেন তিনি।
জানা গেছে, পাপারাৎজির হাত থেকেই বাঁচতে আদিত্য গুছিয়ে নিয়েছিলেন পুরো পরিকল্পনা। প্রথমে বউ রানীকে মুম্বাইয়ে পাঠিয়ে, পরের ফ্লাইটে মুম্বাই এলেন আদিত্য। তাই বিয়ের পর একসঙ্গে পাওয়াই গেল না তাদের।
অন্যদিকে, যশরাজের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা এতটাই চরম করে দেওয়া হল যে, নিরাপত্তারক্ষীরা মশা-মাছিও বসতে দিচ্ছেন না তাদের বাড়ির চৌহদ্দিতে।