জার্মানিতে যৌন হয়রানির স্বীকার হলেন বলিউড অভিনেত্রী ইভলিন শর্ম। মঙ্গলবার বিকালে ফ্র্যাঙ্কফুর্টের রাস্তায় ঘটে এই ঘটনা। ইভলিন জানান, ২৮ বছর বয়সী তিন যুবক আচমকা ইভলিনের সামনে এসে ছবি তুলতে শুরু করে। প্রথমে ইভলিন আপত্তি না জানালেও যুবকদের আচরণ বেগতিক দেখে তৎক্ষণাৎ ট্যাক্সির সাহায্য নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন।
তিনি আরো জানান, ওই তিন যুবক গাড়ি নিয়ে তার পিছু নেয়। তবে পুলিশের কাছে কোনো ধরনের অভিযোগ দায়ের করেননি ইভলিন। পিছু নেওয়া এ তিন যুবক ছিলেন ভারতীয়।
জার্মানিতে নিজের ফ্যামিলির সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন ইভলিন। এই ঘটনায় বেশ হতবাক তিনি। ঘটনার বিবরণ দিয়ে ট্যুইটও করেছেন ইভলিন।