শুনেছি আপনি এখন স্বপ্নে বসবাস করছেন?
তা বলতে পারেন। স্বপ্নের রং পাল্টাচ্ছে বার বার। কিন্তু স্বাদ একই থেকে যাচ্ছে।
কী রকম?
যখন মঞ্চে অভিনয় শুরু করি, তখন স্বপ্ন ছিল মঞ্চে ভালো অভিনয় করব। এরপর মঞ্চে একের পর এক কাজ শুরু করলাম। কিছু বছর পর স্বপ্ন দেখতে শুরু করলাম টেলিভিশনে অভিনয় করব। সংগ্রাম শুরু করলাম। উপরওয়ালার ইচ্ছায় টিভি নাটকে অনেক ব্যস্ত হয়ে গেলাম। আর এখন স্বপ্ন দেখছি চলচ্চিত্রে ব্যস্ত হব। এখন আমার স্বপ্নে শুধুই বড়পর্দা।
তাহলে তো অতীতের ধারাবাহিকতায় স্বপ্ন সত্যি হওয়ার কথা?
চেষ্টা করে যাচ্ছি। নির্মাতাদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছি। অভিনয়েরও প্রশংসা পাচ্ছি। সবাই আশার কথা বলছেন। আশা করি স্বপ্ন সত্যি হবে।
নাটকে অভিনয় কি বাদ?
না। অভিনয় করছি, করে যাব। তবে বিষয়টা যদি এমন হয়, আমি চলচ্চিত্রে পুরোদমে ব্যস্ত হয়ে গেছি, নাটকে সময় দিতে পারছি না, সেটা ভিন্ন কথা। কারণ একজন অভিনয়শিল্পীর কাছে, ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই চলচ্চিত্র। চলচ্চিত্রই একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে। মানুষের সবচেয়ে কাছে নিয়ে যায়।
আপনি আশাবাদী, এমন কোনো চলচ্চিত্র আসছে?
'ময়নামতি' রিমেক হয়েছে। আমি এখানে মতি চরিত্রে অভিনয় করেছি। আমার সহশিল্পী হচ্ছেন মাহিয়া মাহী এবং বাপ্পি। আমি এ চলচ্চিত্রটি নিয়ে খুব আশাবাদী।
নাটকের কী অবস্থা?
ধারাবাহিক নাটক বন্ধ করে দিয়েছি। আর কোনো নতুন ধারাবাহিকে অভিনয় করছি না। হাতে যেগুলো আছে শিডিউল ম্যানেজ করে শেষ করে দিচ্ছি। কারণ, চলচ্চিত্র। তবে একক নাটকে অভিনয় করছি। এক্ষেত্রেও বেশ সচেতন আমি। ভালো গল্প আর চরিত্র দেখেই অভিনয় করছি। বর্তমানে ঈদের কিছু নাটকের কাজ হাতে রয়েছে। সংখ্যায় কম। ভালো জিনিস সংখ্যায় কমই হয়।
- শোবিজ প্রতিবেদক