খলনায়ক হতে চান না শাহরুখ খান। এমনটাই তিনি জানিয়েছেন পরিচালক আব্বাস-মাস্তানকে। অথচ 'রেস থ্রি' ছবির জন্য শাহরুখকে মাথায় রেখেই নাকি চিত্রনাট্য লিখেছেন এই দুই পরিচালক। আব্বাস-মাস্তান বুঝতেই পারেননি, শাহরুখ যে ছবিটি করতে রাজি হবেন না।
শাহরুখ খান বলেন, 'কেরিয়ারের এই পর্যায়ে আমাকে নেগেটিভ চরিত্রে দর্শক কিছুতেই নেবে না। তাই আর খলনায়ক নয়। বরং অন্য কোনও ছবিতে পজিটিভ চরিত্র পেলে অবশ্যই করব।'
আব্বাস-মাস্তানের 'বাজিগর' ছবিতেই অ্যান্টি হিরোর চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। এই ছবিতে অভিনয়ের জন্যই সেরা ভিলেনের ফিল্মফেয়ার পুরস্কার বলিউড বাদশার হাতে উঠে এসেছিল।