বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু দিনে ঘটা করে তাকে স্মরণ করা হয়। টেলিভিশনের পর্দায় থাকে নাটক। এ পর্যন্ত প্রচুর নাটক এসেছে পর্দায় রবীন্দ্র সাহিত্য থেকে। অনেক গুণী নির্মাতা নির্মাণ করেছেন নাটকগুলো। কিন্তু অভিনেত্রী মাহবুবা ইসলাম সুমী নির্মাতা হিসেবে যতগুলো নাটক নির্মাণ করেছেন তার মধ্যে সংখ্যায় রবীন্দ্র সাহিত্য থেকেই বেশি নাটক। এ পর্যন্ত ৯টি নাটক নির্মাণ করেছেন তিনি। এগুলো হলো- মধ্যবর্তিনী, দুই বোন, শেষের রাত্রি, হৈমন্তী, অপরিচিতা, দান প্রতিদান, ত্যাগ, উদ্ধার এবং মালঞ্চ। কেন রবীন্দ্র সাহিত্য থেকে এত নাটক- এর উত্তরে সুমী বলেন, 'ভালো লাগে। রবীন্দ্র সাহিত্য তো আসলে চিরকালের জন্য সমকালীন। মানুষ সবসময় সমকালীন হয়। কিন্তু কেউ কেউ চিরকালের হয়। রবীন্দ্রনাথ তেমনি। তার গল্পে জীবনবোধ- আসলে গল্পগুলো কখনোই পুরনো হবে না। আমি অনুভব করি গল্পগুলো। প্রতিটি চরিত্র জীবন্ত। তাই রবীন্দ্র সাহিত্য নিয়ে কাজ করেছি। ভবিষ্যতেও করব।' সুমী নির্মাণের পাশাপাশি ৬টি নাটকে অভিনয়ও করেছেন।