বলিউডে মাত্রই এসেছেন। তবে এসেই নিজের সৌন্দর্যের জাদু ছড়িয়ে দিয়েছেন গোটা বলিউডজুড়ে। ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবিতেই মাত। এখন তো শোনা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও চুপি চুপি দেখা করছেন এশা গুপ্তা। তার ওপর ঝুলিতে সাইফকে সঙ্গে নিয়ে নতুন ছবি 'হমশকলস'। এসব কিছুর মাঝখানে নতুন বচসায় মেতেছিলেন এশা গুপ্তা। বিকিনি ফটোশুট করতে গিয়েই ফটোগ্রাফারের সঙ্গে ঝগড়ায় মাতলেন এশা। এটা নিয়ে বেশ ঝামেলায় পড়েছেন তিনি।