লুকোচুরি করা যেন নায়িকাদের স্বভাবে পরিণত হয়েছে। লুকোচুরি না করলে হয়তো নায়িকা হওয়া যায় না! লুকোচুরির তালিকায় মৌসুমীও আছেন। ক্যারিয়ারের ভরা মৌসুমে নানা ধরনের লুকোচুরিতে পটু ছিলেন তিনি। ক্যারিয়ারে ধস নামার পরও সে স্বভাব জিইয়ে রেখেছেন। আর তাই গোপনে নিজের পরিচালনায় করে ফেললেন একটি চলচ্চিত্রের শুটিং। তাকে আর নায়িকা হিসেবে কেউ ডাকছেন না। তাই নিজে পরিচালনা করে নিজেই নায়িকা হয়েছেন। বিপরীতে নিয়েছেন বন্ধু ফেরদৌসকে। বান্দরবানে টানা শুটিং শেষে ঢাকায় ফিরেছেন মৌসুমী। ঢাকায় এসে বলছেন, তিনি আবার নির্মাণে এসেছেন। এর আগে মৌসুমী 'কখনো মেঘ কখনো বৃষ্টি' আর 'মেহেরনিগার' নির্মাণ করেন।