শুধু বাংলাদেশেই নয়, কলকাতায়ও তুমুল জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে দুই বাংলার শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি এই শিল্পী কণ্ঠের রবীন্দ্রসংগীত প্রকাশ হয়েছে কলকাতায়। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান সারেগামা এইচএমভির আয়োজনে কলকাতায় বন্যার অ্যালবাম 'স্বপ্নের আভাস' প্রকাশ হয়েছে। বেশ ঘটা করে বিশাল অনুষ্ঠান করে অ্যালবাম প্রকাশ করা হয়। বন্যা বর্তমানে কলকাতায় আছেন। গতকাল রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কলকাতায় আয়োজিত 'নায়ক রবি' শিরোনামের অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছেন তিনি। রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পাণ্ডুলিপির সঙ্গে গেয়েছেন বন্যা।