উনিশ শতকের ব্রিটিশ লেখক চার্লস ডিকেন্সের কালজয়ী 'গ্রেট এঙ্পেক্টেশন্স'কে হিন্দি সিনেমার পর্দায় আনতে যাচ্ছেন পরিচালক অভিষেক কাপুর।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে 'আশিকি টু'খ্যাত আদিত্য রয় কাপুর এবং 'ধুম' তারকা ক্যাটরিনা কাইফের নাম ঘোষণা হয়েছিল আগেই। এবার জানা গেল, সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে হিন্দি সিনেমার চিরসবুজ নায়িকা রেখাকে।