রণবীর-আনুশকার জুটি নিয়ে কোনো কিছু বলা যায় না। পর্দার রসায়ন তাদের অসাধারণ। আরও একবার এই অসাধারণ জুটিকে দেখা যাবে 'দিল ধরকনে দো' ছবিতে। রণবীরের মুখে অবশ্য একটু অন্য সুর। দীপিকার সঙ্গে গোপনে প্রেম করলেও তিনি জানালেন, আনুশকার সঙ্গে নাকি তার গভীর বন্ধুত্ব এবং আগামী দিনেও তিনি আনুশকার সঙ্গে অনেক কাজ করতে চান। রণবীর আর আনুশকার প্রেম নিয়ে এর আগেও বহুবার আলোচনা হয়েছে, তাই ফের জুটিতে এলে সেই চর্চার আগুনে একটু ঘি পড়বে। রণবীর জানিয়েছেন, 'আমাদের মধ্যে যোগাযোগ রয়েছে খুব ভালো আর প্রফেশনাল সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি আনুশকা সবচেয়ে ভালো অভিনেত্রীদের মধ্যে একজন।'