কিছুদিন আগে গুজব রটেছিল করিশমার স্বামী সঞ্জয় নাকি আদালতের দারস্থ হয়েছেন তাঁদের ন'বছরের কন্যা সামাইরার কাস্টডি পাওয়ার জন্যে। তবে সম্প্রতি যা শোনা যাচ্ছে, তাতে পরিষ্কার যে শুধুমাত্র মেয়েকে পেলেই চলবে না সঞ্জয়ের। তাই মেয়ের পাশাপাশি চার বছরের ছেলে কিরণ রাজ কপুরেরও কাস্টডি দাবি করেছেন দিল্লিতে বসবাসকারী সঞ্জয়।
ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল অনেকদিন আগেই। যদিও খাতায় কলমে এখনও তাঁরা স্বামী-স্ত্রী। দুই সন্তানকে নিয়ে দিল্লি ছেড়ে পাকাপাকি ভাবে মুম্বাই ফিরে এসেছিলেন করিশমা কপুর।
বান্দ্রার এক ফ্যামিলি কোর্টে পিটিশন দায়ের করা হয়েছে তাঁর তিন আইনজীবীর তরফ থেকে। এই পিটিশনের একটি কপিও পাঠানো হয়েছে করিশমার কাছে।
সঞ্জয়ের এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে এই পদক্ষেপ নিতে করিশমাই বাধ্য করেছেন সঞ্জয়কে। দীর্ঘদিন ধরে তিনি ছেলে-মেয়ের সঙ্গে সঞ্জয়কে দেখা করতেও দিচ্ছিলেন না তিনি।