সোনাক্ষির প্রেম নিয়ে বলিউডের ভেতরে ও বাইরে কৌতুহলের কোনও শেষ নেই। যেদিন থেকে বলিউডে পা তিনি রেখেছেন, সেদিন থেকেই তার প্রেম নিয়ে সবার কৌতুহল। সেই 'দাবাং'-এর সালমান থেকে শুরু করে 'রাওডি রাঠোর' এর অক্ষয়। এখন তো আবার শাহিদকে নিয়ে চলছে কত কথা।
নানা গুজব নিয়ে তিক্তবিরক্ত সোনাক্ষি সোজাসাপটা জানিয়ে দিলেন, তার জীবনে শাহিদের জায়গা শুধু বন্ধু হিসেবে। প্রেম এখনও তার থেকে অনেক ক্রোশ দূরে।
তবে ইদানিং নাকি প্রেম করতে বড় সাধ জেগেছে সোনাক্ষির। তাই খুব শিগগিরই প্রেমে পড়তে চান তিনি। সে জন্য নিজেকে অল্প অল্প করে তৈরিও করছেন সোনাক্ষি।
ভাই লব ও কুশের তাগিদে বাড়িতেই জিমে রোজ ঢুঁ মারছেন। খাবার-দাবারের প্রতিও বেশ নজর দিয়েছেন তিনি। বলিউডের হেলদি নায়িকা থেকে ছিপছিপে হওয়ার তাগিদে সোনাক্ষি এখন সদাই ব্যস্ত।
তবে লোকে বলছে, এই সবই নাকি শাহিদের জন্য। শাহিদই নাকি রোগা হওয়ার মন্ত্র ফুঁকেছেন সোনাক্ষির কানে।