বলিউড অভিনেতা শাহরুখ খান [এসআরকে] ট্যুইটারে নরেন্দ্র মোদিকে নিয়ে করা মন্তব্যের সমালোচনা করেছেন। মোদি প্রধানমন্ত্রী হলে দেশ ছেড়ে চলে যাবেন ট্যুইটারে এমন মন্তব্য করার কথা অস্বীকার করলেন শাহরুখ। বরং তিনি একহাত নিলেন টিভি অভিনেতা কামাল আর খানকে [কেআরকে]।
কামাল আর খান ট্যুইটারে লিখেছিলেন যে, মোদি নির্বাচনে জয়লাভ করায় তিনি ভারত ছেড়ে চলে যাচ্ছেন। তিনি তার প্রতিশ্রুতি রাখছেন বলেও লিখেন। তবে শাহরুখ বা অন্যরা তাদের প্রতিশ্রুতি রাখছেন কিনা তা তিনি জানেন না।
শাহরুখ সোমবার ট্যুইটারে লিখেন, 'যে ট্যুইটটি আমি করিনি তা নিয়ে যেসব বোকারা মেতেছেন তাদের বলার এখনই সময়। ভুয়া ট্যুইইট নিয়ে এটা তোমার (কামাল আর খান) চাটুকারিতা এবং আমি এ বিষয়ে অনেক উদার।'
আসলে শাহরুখ ১৬ মে ট্যুইটারে লিখেছিলেন, জনগণ নরেন্দ্র মোদিকে কি ক্ষমতাই না দিল! এটা ফেরা প্রমাণ করে যে, একমাত্র অপরিবর্তনশীল জিনিস হচ্ছে পরিবর্তন। দৃঢ ও সক্রিয় বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাও, ইন্ডিয়া।
অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে যে, শাহরুখ স্পষ্টত মন্তব্য করেছেন যে, মোদি প্রধানমন্ত্রী হলে তিনি নাকি দেশ ছেড়ে চলে যাবেন।