খবরে ছিল পরেশ রাওয়াল অভিনয় করবেন নরেন্দ্র মোদির চরিত্রে। সেই অনুযায়ী ছবির শ্যুটিংও শুরু করে ফেলেছিলেন পরিচালক রূপেশ পল।
কিন্তু শেষমেশ রাজনীতির আঙিনায় বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে জয়ী হলেন পরেশ। আর সঙ্গে রিলের মন্ত্রিত্ব থেকে রিয়েল মন্ত্রিত্বের শপথ নিতেই ব্যস্ত হতে চলেছেন তিনি। তাই হঠাৎই মোদির বায়োপিকে রদবদল।
পরেশের জায়গায় চলে এলেন টলিউডের ভিক্টর বন্দ্যোপাধ্যায়। রূপেশ পলের 'নমো' ছবিতে নরেন্দ্র মোদির চরিত্রে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে।
পরিচালক রূপেশ জানিয়েছেন, 'ভিক্টর অসম্ভব ভালো অভিনেতা। দেশি-বিদেশি বড় বড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। আমার আশা ভিক্টরই সঠিক অর্থে হয়ে উঠবেন ছবির নরেন্দ্র মোদি।'
সম্প্রতি মুক্তি পেয়েছে 'নমো' ছবির টিজার।