'বাংলাদেশের চলচ্চিত্রে কলকাতার কলাকুশলীদের আগ্রহ থাকলেও সুযোগ না থাকায় শুধুমাত্র বিভিন্ন ফেস্টিভ্যালের সময় দেখা হয় তাদের।' মুঠোফোনে কথাগুলো বলছিলেন বাংলাদেশের জনপ্রিয় র্যাম্প মডেল ও অভিনেত্রী রুহি।
বর্তমানে 'গ্ল্যামার' ছবির শ্যুটিংয়ের কাজে কলকাতায় অবস্থান করছেন তিনি।
বাংলাদেশ প্রতিদিনকে রুহি বলেন, 'গ্ল্যামার' ছবির গল্প মূলত কর্পোরেট ওয়ার্ল্ডকে ঘিরে। এটি পরিচালনা করেছেন মহুয়া চক্রবর্তী। এ জগতের নানা ঘটনা নিয়ে এগিয়ে যাবে ছবিটির গল্প। দেখানো হবে কর্পোরেট ওয়ার্ল্ডের সঙ্গে গ্ল্যামার ওয়ার্ল্ডের সমন্বয় ও রোষাণল
তিনি বলেন, 'আমি অভিনয় করেছি একজন সুপার মডেলের চরিত্রে। এ চরিত্রের নাম জোয়ানা মিশেল। এটিই প্রধান চরিত্র।'
ওপার বাংলায় শ্যুটিং করে কেমন লাগছে- জানতে চাইলে রুহি বলেন, 'বেশ ভালোভাবেই শ্যুটিং করছি। সবাই আমাকে আপন করে নিয়েছে। আর পরমব্রতের মতো অভিনেতা সহশিল্পী হওয়ায় অভিনয় করে আনন্দ পাচ্ছি। এদের একটা ব্যাপার মনে ধরার মতো, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। ধরেন কোনও একটা ছবি ৫০ দিনে শেষ করার পরিকল্পনা রয়েছে। তাহলে ৫০ দিনেই সেটা শেষ করবে। কোনও অবস্থাতেই শিফট বা সিডিউল পরিবর্তন হবে না। প্রয়োজনে তারিখ আগে-পিছে হতে পারে কিন্তু শিফট নয়। এতে করে বাজেটের কোনও তারতম্য হয় না। ফলে প্রযোজকও খুশি থাকেন।'
টলিউডের নতুন কোনও ছবিতে প্রস্তাব পেয়েছেন কি না, এমন প্রশ্নের উত্তরে রুহি জানান, কয়েকজন পরিচালক ইতোমধ্যে তার সঙ্গে যোগাযোগ করেছেন। প্রাথমিক কিছু কথাবার্তাও হয়েছে। বাকিটা সময় হলেই তিনি সবাইকে জানাবেন।