আজ ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিফিল্ম 'তেঁতুল পাতায় নয় জন'। ইমদাদুল হক মিলনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম সুমী। পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করেছেন তিনি। এখন তার বিপরীতে অভিনয় করেছেন মডেল ও অভিনেতা নিলয়। নাটকটি নেপালে শুটিং হয়েছে।