আগামী জুন থেকে রোকেয়া প্রাচী শুটিং শুরু করতে যাচ্ছেন নতুন একটি ধারাবহিকের কাজ। নাটকটি রচনা ও পরিচালনা করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'অনেক দিন অগেই কাজটি শুরু করার কথা ছিল। কিন্তু নানা ব্যস্ততার কারণে শুটিং শুরু করতে পারছিলাম না। আশা করছি এই মাসের মধ্যে অভিনেতা - অভিনেত্রী ঠিক করে ফেলব।' অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে তার তিনটি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে 'হরিজন', 'গাড়িওয়ালা', 'চিঠি আসে'। এর মধ্যে মির্জা সাখাওয়াত হোসেনের 'হরিজন' ছবিতে তাকে ভাগ্যলক্ষ্মীর চরিত্রে দেখা যাবে। আশরাফ শিশিরের 'গাড়িওয়ালা' ছবিতে তাকে জীবনযুদ্ধে বিধ্বস্ত এক মায়ের ভূমিকায় দেখা যাবে। এ ছাড়া সরওয়ার তমিজের 'চিঠি আসে' ছবিতে বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন।