নাটকে এই প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন টিভি অভিনেতা মীর সাব্বির ও মডেল কাম অভিনেত্রী সুজানা। জাকারিয়া সৌখিনের রচনায় ও সাজ্জাদ সুমনের পরিচালনায় 'কাজল বড় ভালো ছেলে' নাটকে মীর সাব্বির ও সুজানা প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন। চলতি সপ্তাহে ঢাকার উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। মূলত কাজলকে (মীর সাব্বির) ঘিরেই নাটকের কাহিনী আবর্তিত হয়।