বলিউডের বাদশা শাহরুখ খান এবার শুধু বলিউডেই নয়, রাজত্ব বাড়িয়ে হলিউডের সেরা সরতাজও। হলিউডের নামজাদা টম ক্রুজ, জনি ডেপকে এক হাত নিয়ে হলি-বলির বড়লোকের লিস্টে প্রথম হলেন শাহরুখ খান।
মার্কিনের এক জনপ্রিয় মিডিয়া সংস্থাই এই তালিকা প্রকাশ করে প্রতি বছর। সেলেব্রেটিদের সম্পত্তি বিচার বিবেচনা করেই তালিকা তৈরি হয়।
জানা গেছে, এই প্রথমবার বলিউডের কেউ তালিকায় স্থান পেল। আর প্রথমবারেই তালিকার শীর্ষে বলিউডের শাহরুখ খান।
তালিকায় শাহরুখের পরে রয়েছেন হলিউডের কমেডিয়ান জেরি সেনফিল্ড, তার পরে টম ক্রুজ এবং জনি ডেপ। একে একে তালিকায় রয়েছেন হলিউডের বাঘারা।
তবুও তাদের মাঝখানেই আইপিএলের কেকেআরের মালিক শাহরুখই বাজিমাত করেছেন হলি-বলির সবচেয়ে বড়লোক সেলিব্রেটি হিসেবে।