খবরে আগেই ছিল প্রেমে পড়তে চান বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। তাই রোজ রোজ জিমে ঢুঁ মারছেন তিনি। তবে শুধু জিমেই নয়, সোনাক্ষিকে এখন দেখা যাচ্ছে ঘোড়ার পিঠেও!
মুম্বই থেকে একটু দূরে তুমুল ব্যস্ততার মধ্যে চলছে 'তেভর' ছবির শ্যুটিং। আর সেই শ্যুটিং ফ্লোরেই শ্যুটিংয়ের মাঝে ঘোড়াসওয়ারি শিখছেন সোনাক্ষি সিনহা।
সোনাক্ষি জানিয়েছেন, 'আগের থেকে নিজের শরীর নিয়ে আমি এখন একটু বেশিই সচেতন। ফিট থাকতে চাই। আর শুনেছি হর্স রাইডিং ফিট থাকতে সাহায্য করে। তাই শ্যুটিংয়ে মাঝে ঘোড়া চড়তে দিব্য লাগছে।'
হালকা কৌতুক করে সোনাক্ষি বলেন, 'তবে জানি না আমার মতো হেলদি হিরোইনকে পিঠে নিয়ে ঘোড়ার কতটা ভালো লাগছে।'