জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফের প্রথম ছবি 'হিরোপন্থি' মুক্তি পাওয়ার আগেই সাজি নাদিওয়ালার ছবিতে সাইন করে ফেলেছেন টাইগার। তবে শুধুই সাজিদ নয়, করণ জোহরের নতুন এক ছবিতেও প্রধান চরিত্রে দেখা যাবে টাইগারকে। জানা গেছে এই ছবিতে প্রথমে কাজ করার কথা ছিল হৃত্বিক রোশনের।
করণ জোহর বানাতে চলেছেন অমিশ ত্রিপাঠির লেখা 'মেলুহা' নিয়ে একটি ছবি। সেই ছবিতে প্রথমে রণবীর, তারপর হৃত্বিকের শিব বানিয়ে ছবিটি তৈরি করবেন বলে ঠিক করেছিলেন করণ। শেষে এই ছবি থেকে রণবীর ও হৃত্বিক দু’জনেই নিজেদেরকে সরিয়ে নেন।
এদিকে করণের 'শুদ্ধি' ছবি নিয়ে নানান জলঘোলা, ঢিলেমি। তাই 'মেলুহা' ছবি নিয়ে কিছুই ভাবতে চাইছিলেন না করণ। শেষমেশ জানা গেছে টাইগারকেই প্রধান চরিত্রে সাইন করিয়ে ফেলেছেন করণ। 'শুদ্ধি' ছবির শ্যুটিং শেষেই টাইগারকে নিয়ে শুরু হবে করণের 'মেলুহা'।