শুরু হয়েছে সার্ক ফিল্ম ফেস্টিভ্যাল। ২০ মে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুরু হয়েছে এ উৎসব। শেষ হবে আগামী ২৫ মে। এই উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে শাহনেওয়াজ কাকলী পরিচালিত চলচ্চিত্র 'উত্তরের সুর'। ফরিদুর রেজা সাগর প্রযোজিত ইমপ্রেস টেলিফিল্মের ছবিটি প্রদর্শিত হবে উৎসবের শেষ দিন।
'উত্তরের সুর' ছবিটি বেশ প্রশংসিত হয়েছে। এরই মধ্যে সেরা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তও জিতে নিয়েছে। একটি শিল্পমনা দরিত্র পরিবারের সুখ-দুঃখ এই ছবির গল্পে উঠে এসেছে। নির্মাতা বলেন, 'সার্ক উৎসবে ছবি যাচ্ছে। নিঃসন্দেহে এটা আনন্দের খবর। এ ধরনের খবর কাজের আগ্রহ আরও বাড়িয়ে দেয়।'
'উত্তরের সুর' ছাড়াও বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের 'জীবনঢুলি'ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এ উৎসবে অংশ নিচ্ছে। এছাড়া চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর প্রযোজিত 'লোকনায়ক কাঙাল হরিনাথ' ও ফখরুল আরেফীন প্রযোজিত 'আলবদর' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে উৎসবে প্রদর্শিত হবে।