নজরুল জয়ন্তীতে নজরুলের একটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। অ্যালবামটির নাম 'আমারে ছুঁইয়া ছিলে'। এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, 'আমার অনেকদিন থেকেই ইচ্ছা ছিল একটি নজরুল সংগীতের অ্যালবাম করার। কবি নজরুলের মতো অসম্ভব প্রতিভাধর সংগীতজ্ঞের গান নিয়ে অ্যালবাম করার জন্য বেশ সময় নিতে হয়েছে, যাতে কোনো রকমের ত্রুটি না থাকে। সেই সঙ্গে অনেক ভেবে-চিন্তে অ্যালবামের শিরোনামও নির্ধারণ করেছি। শিরোনামটি আমার ফেসবুক আইডিতেও দিয়েছি। আমার ফেসবুক বন্ধু এবং শ্রোতাদের কাছ থেকে এ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছি। বর্তমানে অ্যালবামের গানগুলো চূড়ান্তভাবে সাজানোর কাজ চলছে। তাই বারবার গানগুলো বাজিয়ে শুনছি। সেই সঙ্গে অ্যালবামের কভার ডিজাইনের কাজও চলছে। ইচ্ছা আছে ২৫ মে নজরুলের জন্মদিনে এর মোড়ক উন্মোচন করব।'
ফাহমিদা আরও বলেন, 'এবারের অ্যালবামটির মোড়ক উন্মোচনটি একটু ভিন্নভাবে কারার ইচ্ছা আছে। যেমন এখানে গানের পাশাপাশি নজরুলের নাচেরও ব্যবস্থা করা হয়েছে। আমার ভালো লাগা কিছু নজরুলের গান দিয়ে অ্যালবামটি সাজনো হয়েছে। এতে থাকছে ১০টি গান।'
এর আগে ফাহমিদা নবীর 'আমার বেলা যে যায়' শিরোনামে একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালাবামটি শ্রোতামহলে বেশ সাড়া ফেলে। রবীন্দ্রসংগীতের পর নজরুল সংগীত- বাংলা সংগীতের দুই কূলে পা রেখে আনন্দিত শিল্পী।
এদিকে আসছে নজরুল জয়ন্তীতে বেশ কয়েকটি চ্যানেলে ফাহমিদা নবীর সংগীত পরিবেশন করার কথা রয়েছে।