নজরুল উৎসব কেমন চলছে?
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আমরা সারা দেশে শুরু করেছি 'নজরুল উৎসব'। এরই মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী আর সিলেটে আমরা নজরুল উৎসব আয়োজন করেছি। ২৮ মে চট্টগ্রামে আর ৫ জুন রংপুরে নজরুল উৎসব হবে। উৎসব হচ্ছে মার্চ থেকে। এবারই প্রথম আমরা এ উৎসব আয়োজন করেছি। সামনে জেলায় জেলায় আমরা এই উৎসব করব।
উৎসবে কী কী থাকছে?
নজরুল বিষয়ক প্রবন্ধ উপস্থাপন, আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্থানীয় শিল্পীদের পাশাপাশি ঢাকার শিল্পীদের পরিবেশনায় গান, নাচ আর আবৃত্তি।
নজরুলের গানের প্রশিক্ষণের কী অবস্থা?
দেশের বিভিন্ন স্কুলে আমরা নজরুল সংগীত থেকে একটি গান শেখাচ্ছি। গানটি হলো- 'ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি'। ২০০টি স্কুলে আমরা এই প্রশিক্ষণ দিয়েছি। সামনে আরও ২১০টি স্কুলে এই প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের ইচ্ছা আছে জাতীয় কবি হিসেবে নজরুলের একটি গান শিশুদের মনে গেঁথে দিতে চাই।
কাজী নজরুল ইসলামের কোনো দর্শন নিয়ে আপনি কাজ করছেন?
কাজী নজরুল ইসলামের কিছু দর্শন নিয়ে কাজ করছি। যেমন মানবতা, প্রেম, সাম্যবাদ, শোষণমুক্ত সমাজব্যবস্থা, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, অসাম্প্রদায়িকতা, নারী স্বাধীনতা, শিক্ষা সংস্কার, কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ, আধুনিকতা, নৈতিকতা এবং স্বাধীনতা। স্কুল শিক্ষার্থীদের গানের ওপর প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আমরা এই দর্শনগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি সবাই এই দর্শনগুলো ধারণ করে, তাহলে অবশ্যই ভবিষ্যতে আমরা ভালো মানুষ আরও উন্নত ও সুন্দর একটি সমাজ পাব।
নজরুল জয়ন্তীতে কী করছেন?
২৫ মে নজরুল জয়ন্তী। আমরা নজরুল জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান করব ২৭ মে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ অনুষ্ঠান হবে। এ ছাড়া বিভিন্ন টেলিভিশনে নজরুল সংগীতের কিছু শো আছে, তা করব।
নতুন কোনো অ্যালবামের কাজ করছেন?
আপাতত নতুন অ্যালবাম করার ইচ্ছা নেই। বর্তমানে দেশের অডিও প্রতিষ্ঠানগুলোর যা অবস্থা, তাতে অ্যালবাম করতে ভয় হয়। তবে আমি শিল্পীদের স্বার্থ-সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে কাজ করছি। তার মধ্যে শিল্পীদের গানের কপিরাইট নিয়ে একটি কাজ শুরু করেছি। আর এখানে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের অনেক গুণী শিল্পী। আশা করছি আগামীতে শিল্পীরা এর ফল ভোগ করতে পারবেন।
নতুনদের মধ্যে নজরুলচর্চা কেমন হচ্ছে বলে আপনি মনে করেন?
বর্তমানে আমাদের সংগীতাঙ্গনে অনেক নতুন শিল্পী আসছে। এটা আমাদের জন্য সুখবর। কিন্তু আমার কাছে মনে হয় নজরুল সংগীতের শিল্পীর সংখ্যা কম।
- আলী আফতাব