কাল শৈলজারঞ্জন মজুমদারের ২২তম প্রয়াণ দিবস
২৪ মে রবীন্দ্রসংগীত-শিল্পী, শিক্ষক ও লেখক শৈলজারঞ্জন মজুমদারের ২২তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে ঢাকাস্থ নেত্রকোণাবাসীদের সাংস্কৃতিক সংগঠন 'কংস এঙ্প্রেস' ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে শৈলজারঞ্জন মজুমদার স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠিতব্য এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন ভাষা-সংগ্রামী ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক।
এসএম সুলতানের চিত্র-প্রদর্শনী
এসএম সুলতানের চিত্র-প্রদর্শনী 'পরাদৃষ্টি' নিয়ে আজ শুক্রবার যাত্রা শুরু করছে বেঙ্গল ফাউন্ডেশনের চতুর্থ সাংস্কৃতিক কেন্দ্র 'ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট'। আজ সন্ধ্যা ৬টায় কারওয়ান বাজারের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউস্থ দ্য ডেইলি স্টার সেন্টারে 'ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট' ও চিত্র-প্রদর্শনী 'পরাদৃষ্টি'র যৌথভাবে উদ্বোধন করবেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এবং এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বক্তব্য রাখবেন দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম এবং বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের।
আজ উদীচী কেন্দ্রীয় সংসদের সংগঠন বিষয়ক কর্মশালা
আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের আয়োজনে দিনব্যাপী সংগঠন বিষয়ক কর্মশালা। সারাদেশে উদীচী'র ৭০টিরও বেশি জেলা সংসদের সাধারণ সম্পাদক এবং সংগঠন বিষয়ক সম্পাদকরা কর্মশালায় অংশগ্রহণ করবেন। রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আজ সকাল ৯টায় শুরু হবে এই কর্মশালা। এতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন জাকির তালুকদার, উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
কাল ফেডারেশনের প্রীতি সম্মিলনী
গ্রুপ থিয়েটার ফেডারেশানের নবনির্বাচিত কমিটির উদ্যোগে এক প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়েছে। কাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিতব্য এই আয়োজন সাজানো হয়েছে কথামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে। ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এই প্রীতি সম্মিলনীতে বক্তব্য রাখবেন নাট্যজন রামেন্দু মজুমদার, আলী যাকের, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসিরউদ্দিন ইউসুফ, সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান প্রমুখ।
২৫ মে চ্যানেল আইতে নজরুল জয়ন্তীমেলা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে ২৫মে চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত হবে 'নজরুল জয়ন্তীমেলা'। একজন নজরুল সংগীত শিল্পীকে সম্মাননা প্রদানসহ গান,নাচ,কথামালা ও বিভিন্ন পন্যের স্টল দিয়ে সাজানো হবে।