অভিনয় করতে গিয়ে নায়কদের একটু আঁধটু আঘাত পাওয়ার কথা প্রায়ই শোনা যায়। তবে নায়িকারা যে এ থেকে একেবারেই বাদ যান তা কিন্তু নয়। এইতো সেদিন ছবির শ্যুটিংয়ে এক গুণ্ডা সোনাক্ষির হাত এমনভাবে চেপে ধরল যে একেবারে রক্তই বের হয়ে গেল।
দুর্ঘটনাটি ঘটে বনি কাপুরের নতুন ছবি ‘তিভার’ এর সেটে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ‘তিভার’ ছবির একটি দৃশ্যে একজন গুণ্ডা সোনাক্ষির হাত চেপে ধরে। কিন্তু দৃশ্যটি চিত্রায়নের সময় শক্ত করে হাত চেপে ধরায় আঘাত পান সোনাক্ষি। এমনকি রক্তও বের হয়।
এর আগেও অভিনয় করতে গিয়ে কয়েকবার আঘাত পান বাল্কি ফিগারকন্যা সোনাক্ষি সিনহা। তাই এখন আঘাতকে অভিনয়ের অংশ ধরে নিয়েছেন ২৬ বছর বয়সী এ অভিনেত্রী।
‘তিভার’ ছবিতে মথুরার গোকুলের একটি সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষি। আর তার বিপরীতে অভিনয় করছেন বনি কাপুরের ছেলে ও ‘গুন্ডে’ খ্যাত অভিনেতা অর্জুন কাপুর।