গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিন কৃতী চলচ্চিত্র নির্মাতা। এই নির্মাতারা হলেন- আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম এবং শহীদুল ইসলাম খোকন। শীঘ্রই বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে তাদের। আমজাদ হোসেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। কয়েক বছর ধরে হাতের ব্যথাসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত তিনি। মধ্যে বেশ কিছুদিন সুস্থ থাকলেও গত এক সপ্তাহ ধরে আবার অবস্থার অবনতি হয়েছে তার। চলচ্চিত্র পরিচালক সমিতি জানায়, শীঘ্রই তাকে ব্যাংকক কিংবা সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।
চলতি মাসের প্রথম দিকে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন চাষী নজরুল ইসলাম। আগামীকাল তাকে ব্যাংককের রামুচি হাসপাতালে ভর্তি করানো হবে। এই নির্মাতা বলেন, পেটের তীব্র ব্যথায় খাওয়া-দাওয়া করতে পারছেন না তিনি। এখানে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে না বলে ব্যাংকক যেতে হচ্ছে তাকে। সঙ্গে যাচ্ছেন তার সহধর্মিণী। তিনি বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। কখনো যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন।
নির্মাতা শহীদুল ইসলাম খোকন কিছুদিন আগে স্ট্রোকে আক্রান্ত হলে তারপর থেকে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। শারীরিক অবস্থার ক্রমেই অবনতি ঘটছে তার। তাকেও শীঘ্রই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে। আশু রোগমুক্তির জন্য সবার দোয়া চেয়েছেন তিনি। সোমবার এফডিসির চিত্রপরিচালক সমিতি কার্যালয়ে এ তিন গুণী নির্মাতার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিকে এ তিন কৃতী নির্মাতা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হলে তারা তা অস্বীকার করেন।
গত মাসে নায়করাজ রাজ্জাক ফুসফুসের জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। বর্তমানে মেডিকেল চেকআপের জন্য কলকাতা রয়েছেন তিনি।
অন্যদিকে অভিনেতা কাবিলা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ একটি সূত্র। বর্তমানে ব্যাংককে তার চিকিৎসা চলছে।