বয়ঃসন্ধিকালের এক ছেলের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছেন চিত্রনায়িকা সিমলা! শুনে অবাক হচ্ছেন? ভাবছেন সিমলা কেন এমন কাজটি করতে যাবে! এর উত্তরমিলবে সিমলা অভিনীতি 'নিষিদ্ধ প্রেমের গল্প' চলচ্চিত্রে।
ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন রুবেল সিদ্দিকী আনুষ।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'টিনেজ বয়সের চারজনের গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছি। এই চলচ্চিত্রের একটি গল্পে অভিনয় করবেন সিমলা ও অ্যালেন শুভ্র। তবে এখনও কথাবার্তা চূড়ান্ত হয়নি।'
তিনি আরও বলেন, গল্পে প্রয়োজনে সিমলাকেই লাগবে। এখানে তিনি একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করছেন। চারটি গল্পই পুরান ঢাকায় চিত্রায়ন করা হবে। ইতোমধ্যে একটি গল্পের গানের দৃশ্যের চিত্রায়ন হয়ে গেছে। এই অংশে অভিনয় করছেন মুসা ও বাঁধন। ১৩ মে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে।'
সিদ্দিকুর রহমানের প্রযোজনায় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করছেন বিকাশ সাহা। রুবেল সিদ্দিকী আনুষের কথা ও সুরে চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন আবিদ রনি।
নির্মাতা সূত্রে জানা গেছে, আয়াত স্টুডিওতে পাঁচটি গানের মধ্যে দুইটি গানের রেকর্ডিং শেষ হয়েছে।