জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আজ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবি ব্যাংক চ্যানেল আই নজরুল জয়ন্তীমেলা-১৪ সরাসরি। মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। মেলায় থাকবে নজরুলীয় চিত্রাঙ্কন, আবৃত্তি পাঠ, নজরুলের কর্মপরিমণ্ডল নিয়ে স্মৃতিচারণ, চ্যানেল আই প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চ থেকে নৃত্য ও গান পরিবেশনা। এ ছাড়া থাকবে নজরুলের স্মৃতিকর্ম নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টল। কণা রেজার পানসুপারি ও কেকা ফেরদৌসীর রান্নাঘর। মেলা শুরু হবে সকাল ১১টা ৫ মিনিট থেকে। মেলার উদ্বোধন করবেন দেশের প্রথিতযশা ব্যক্তিত্বরা।
নজরুলকে নিয়ে এটি চ্যানেল আই'র নবম আয়োজন। মেলা শেষ হবে বেলা ২টায়। পুরো মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।